দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ পাওয়ার দাবিতে অনড় অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জাতীয় প্রতীকের সঙ্গে সাদৃশ্য নিয়ে বিতর্কের পর বিষয়টি জটিল আকার ধারণ করলেও, সেই জট কাটাতে এবার দলটি শাপলার সাতটি ভিন্ন নকশা তৈরি করে নির্বাচন কমিশনের (ইসি) কাছে উপস্থাপন করেছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয় এই সাতটি নকশা। পোস্টে দলটি জানায়, এগুলোই তারা আনুষ্ঠানিকভাবে ইসির কাছে জমা দিয়েছে— যাতে জাতীয় প্রতীকের সঙ্গে বিভ্রান্তি না থাকে এবং স্পষ্ট ভিন্নতা বজায় থাকে।
এর আগে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে দলটি নির্বাচন কমিশনকে জানায়, ৩০ সেপ্টেম্বর ইসি সচিবালয় থেকে পাঠানো পত্রের জবাবে তারা নিজেদের অবস্থান পরিষ্কার করছে।
চিঠিতে বলা হয়, গত ২২ জুন এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করে এবং সেই আবেদনে ‘শাপলা’কে দলের প্রতীক হিসেবে সংরক্ষণের অনুরোধ জানায়। পরবর্তীতে ৩ আগস্ট পাঠানো আরেকটি চিঠিতে পছন্দের ক্রমে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ ও ‘লাল শাপলা’ উল্লেখ করা হয়।
দলটি জানায়, প্রতীক হিসেবে শাপলার নকশায় ভিন্নতা রাখতে তারা আগ্রহী— এমনকি প্রয়োজনে ‘আংশিক পরিবর্তন’ বা ‘বিকৃত নকশা’ নিয়েও আলোচনায় রাজি রয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে একাধিক বৈঠকেও তারা এই অবস্থান পুনর্ব্যক্ত করে।
এনসিপি জানায়, তারা জাতীয় প্রতীকের সঙ্গে মিল এড়াতে নিজস্বভাবে নকশা করা সাতটি বিকল্প শাপলার নমুনা ইসির কাছে উপস্থাপন করেছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রয়োজনে এই সাতটির বাইরেও অন্য কোনো সংস্করণ নিয়ে আলোচনা করতে দলটি প্রস্তুত।
এরপর গত ২৪ সেপ্টেম্বর এনসিপি ইসির কাছে আরেকটি আবেদন দাখিল করে— যাতে বিধিমালা সংশোধন করে শাপলা প্রতীকটি তাদের জন্য সংরক্ষিত তালিকায় অন্তর্ভুক্ত ও বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হয়।
তবে দলটির অভিযোগ, ৩ আগস্ট ও ২৪ সেপ্টেম্বরের দুটি আবেদনই এখনো ইসির সিদ্ধান্তহীন অবস্থায় আছে। এনসিপির মতে, ৩০ সেপ্টেম্বর ইসির পাঠানো সর্বশেষ চিঠি ‘বিধিসম্মত নয়’।
দলটির ভাষ্য অনুযায়ী, শাপলা প্রতীক এখন তাদের রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। দেশের সাধারণ মানুষের মধ্যে এই প্রতীককে ঘিরে ইতোমধ্যে মানসিক ও সাংস্কৃতিক সংযোগ তৈরি হয়েছে।
চিঠিতে বলা হয়, “শাপলা আমাদের নেতা, কর্মী ও সমর্থকদের সঙ্গে দেশের জনগণের এক সুন্দর বন্ধনের প্রতীক। জনগণের ভালোবাসাকে উপেক্ষা করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক গ্রহণ করা এনসিপির পক্ষে সম্ভব নয়।”
এসআর
মন্তব্য করুন: