লেখক ও আলোকচিত্রী শহিদুল আলমকে ইসরায়েলি বাহিনী ধরে নিয়ে গেছে—এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটি বলেছে, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব ও নাগরিক মর্যাদার ওপর সরাসরি আঘাত।
বুধবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন,
“শহিদুল আলমকে ইসরায়েলি বর্বর বাহিনী ধরে নিয়ে গেছে—এটি শুধু একজন নাগরিকের বিষয় নয়, এটি আমাদের জাতীয় সম্মান ও সার্বভৌমত্বের প্রশ্ন। সরকারের উচিত অবিলম্বে তার নিরাপত্তা নিশ্চিত করা ও মুক্তির জন্য সর্বোচ্চ কূটনৈতিক পদক্ষেপ নেওয়া।”
তিনি আরও বলেন,
“শহিদুল আলম ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার প্রতীক হয়ে গেছেন। গাজার নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি আমাদের জাতির মানবিক অবস্থানকে বিশ্বে তুলে ধরেছেন। তাই তার নিরাপত্তা ও মুক্তি এখন দেশের মর্যাদার প্রশ্ন।”
মাওলানা আতাউর রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“দেশের জনগণ শহিদুল আলমের মুক্তির দাবিতে সরকারের পাশে থাকবে—ইনশাআল্লাহ।”
দলটি শহিদুল আলমের মুক্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের সহায়তা চাওয়ার আহ্বানও জানিয়েছে।
এসআর
মন্তব্য করুন: