[email protected] বুধবার, ৮ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২

দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫ ৪:১০ পিএম

সংগৃহীত ছবি

প্রায় দুই দশক পর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গণ-অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর এটি হবে তারেক রহমানের প্রথম বাংলাদেশ সফর। আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

৫৯ বছর বয়সী তারেক রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান এবং বর্তমানে দলটির কার্যত প্রধান নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। দলটির আশা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে বিএনপি জয়ের ধারায় ফিরতে সক্ষম হবে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, এই নির্বাচনটি বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে, কারণ এটি অনুষ্ঠিত হবে একটি অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে — যা দুই দশকের মধ্যে প্রথম এমন নির্বাচন।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন,

“সময় এসেছে, ইনশাআল্লাহ, আমি শিগগিরই দেশে ফিরব। হয়তো কিছু ব্যক্তিগত কারণে এখনো ফিরতে পারিনি, কিন্তু আমার বিশ্বাস—সময় এখন অনুকূলে।”

দীর্ঘ প্রায় ২০ বছর ধরে যুক্তরাজ্যে স্বেচ্ছানির্বাসনে থাকা তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর