[email protected] মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
২১ আশ্বিন ১৪৩২

দেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রভাব ও উপস্থিতি বাড়ছে : গোলাম মাওলা রনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫ ৯:৫৬ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রভাব ও উপস্থিতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি।

তিনি বলেন, দলের শীর্ষ নেতা-কর্মীরা কারাবন্দি থাকা সত্ত্বেও আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম থেমে নেই।

সোমবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী ভিডিওতে গোলাম মাওলা রনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রভাব এখনো শক্তভাবে টিকে আছে। দলের অনেক শীর্ষ নেতা কারাগারে থাকলেও আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বা জনসমর্থনে স্থবিরতা দেখা যাচ্ছে না।’

রনি আরও বলেন, শেখ হাসিনা বিদেশে অবস্থান করেও নিয়মিত রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, অনলাইনে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

তার ভাষায়, ‘দমননীতি বা গ্রেপ্তার অভিযানের মধ্যেও আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাচ্ছে না। শেখ হাসিনা তার দলকে সংগঠিত রাখছেন এবং নেতাকর্মীরা সক্রিয়ভাবে মাঠে কাজ করছেন।’

গোলাম মাওলা রনি মনে করেন, শেখ হাসিনা এখনো দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন। ‘৭৯ বছর বয়সেও তিনি তার বক্তব্য ও কার্যক্রমের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে প্রভাব বিস্তার করছেন,’ বলেন তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর