সোমবার (৬ অক্টোবর) সকালে সাক্ষাৎকারটির প্রথম পর্ব বিবিসি বাংলার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কিছু বাস্তব কারণে এখনো দেশে ফেরা সম্ভব হয়নি, তবে সময় এসে গেছে। ইনশাআল্লাহ, খুব শিগগিরই দেশে ফিরব।’
সোমবার (৬ অক্টোবর) সকালে সাক্ষাৎকারটির প্রথম পর্ব বিবিসি বাংলার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়
সেখানে দেশে ফেরার পরিকল্পনা ও রাজনীতিতে তার ভূমিকা নিয়ে কথা বলেন তিনি।
নির্বাচনের আগে দেশে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘আমি একজন রাজনৈতিক কর্মী। রাজনীতি করি দেশের মানুষের জন্য।
নির্বাচন ও রাজনীতি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জনগণের প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, তখন জনগণের মাঝেই থাকতে চাই, ইনশাআল্লাহ।’
সম্প্রতি আলোচিত জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে কখনোই এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। যেটি সবাই জুলাই আন্দোলন নামে জানে, তা সফল হয়েছে জুলাই মাসে, তবে এর প্রেক্ষাপট তৈরি হয়েছে বহু বছর আগে থেকেই।’
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অঙ্গীকারবদ্ধ, এবং এ লক্ষ্যে দলীয় ঐক্য আরও সুদৃঢ় হবে।
এসআর
মন্তব্য করুন: