[email protected] রবিবার, ৫ অক্টোবর ২০২৫
২০ আশ্বিন ১৪৩২

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটই সবচেয়ে গ্রহণযোগ্য: জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫ ৭:০৯ পিএম

সংগৃহীত ছবি

জুলাই সনদের আইনি ভিত্তি রচনার জন্য গণভোটই সবচেয়ে গ্রহণযোগ্য ও টেকসই উপায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেছেন, গণভোটের মাধ্যমে অনুমোদন পেলে এ সনদ আর কোনোভাবে চ্যালেঞ্জ করা যাবে না; এমনকি পার্লামেন্টও তা বাতিল করতে পারবে না।

রোববার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হামিদুর রহমান আযাদ বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি নিশ্চিত করতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই গণভোট আয়োজন করা যেতে পারে। জনগণ এখনো গণভোটের প্রক্রিয়ার সঙ্গে পুরোপুরি পরিচিত নয়, তবে যাতে নির্বাচন কোনো জটিলতায় না পড়ে, সে জন্য নভেম্বর বা ডিসেম্বরেই গণভোট করা সম্ভব।”

তিনি আরও বলেন, “একবার গণভোট হয়ে গেলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পথে আর কোনো বাধা থাকবে না। এতে সবাই নিরাপদ থাকবে — আমরা যেমন, জাতিও তেমন।”

বিএনপির সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, “আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই। এমনকি গণভোটের ফল আমাদের বিপক্ষে গেলেও আমরা তা মেনে নেব।”

সংস্কারের প্রশ্নে সবসময় সক্রিয় থাকার কথা উল্লেখ করে হামিদুর রহমান আযাদ বলেন, “সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি তৈরিতে সবাই গণভোটের পক্ষে একমত হয়েছেন। এখন আলোচনা চলছে— গণভোট আগে হবে না পরে। মূল বিষয় হলো, নির্বাচন কমিশনই গণভোট আয়োজন করবে, তবে এর আগে সরকারকে কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর