নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, মোজাম্মেল হকের বিরুদ্ধে নাশকতা ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা তদন্তাধীন।
গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হবে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা জোরদার করেছে।
এসআর
মন্তব্য করুন: