ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
আসনভিত্তিক প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া এখন প্রায় শেষ পর্যায়ে। তবে এককভাবে নয়—যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দলগুলোকে নিয়েই নির্বাচনে যেতে চায় দলটি। এজন্য নির্দিষ্ট সংখ্যক আসন ছাড় দিতেও প্রস্তুত বিএনপি।
সূত্র জানায়, এসব মিত্র দল ও জোট বিএনপির কাছে মোট শতাধিক আসন দাবি করেছে। বেশ কয়েকটি দল ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে, বাকিগুলো দ্রুতই দেবে বলে জানা গেছে।
বিএনপির নীতিনির্ধারণী সূত্রে জানা যায়, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী—
প্রাপ্ত তালিকা অনুযায়ী কয়েকটি আসনে মিত্র জোটের প্রার্থীদের নাম ইতিমধ্যে বিএনপির হাতে গেছে। এর মধ্যে রয়েছেন—
অন্য দলগুলোর পক্ষ থেকেও প্রার্থী তালিকা প্রস্তুত হচ্ছে। তবে অনেকেই কৌশলগত কারণে বিষয়টি প্রকাশ্যে আনছেন না। কয়েকটি দল সময় নিয়ে নিজেদের তালিকা চূড়ান্ত করতে চায়।
মিত্রদের দাবি সম্পর্কে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন,
“আসন ভাগাভাগি এখনো চূড়ান্ত হয়নি। আলোচনাই চলছে—দলগুলোর দাবির ভিত্তিতে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা হবে।”
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীদের অনানুষ্ঠানিকভাবে ‘সবুজ সংকেত’ দেওয়া হবে। তারা মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা শুরু করবেন। এ সময় দলীয় নজরদারির মাধ্যমে তাদের কাজের মূল্যায়ন করা হবে।
সবকিছু ঠিক থাকলে তফসিল ঘোষণার পর পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা চূড়ান্ত করা হবে।
জাতীয় নির্বাচনে মিত্রদের সঙ্গে একযোগে লড়াইয়ে নামতে প্রস্তুত বিএনপি। শতাধিক আসনের দাবিতে মিত্র দলগুলো তালিকা দিয়েছে বা প্রস্তুত করছে। বিএনপি বলছে—চূড়ান্ত সিদ্ধান্ত আসছে শিগগিরই, আলোচনার মাধ্যমে “ন্যায্য ও বাস্তবসম্মত” আসন সমঝোতা নিশ্চিত করা হবে।
এসআর
মন্তব্য করুন: