[email protected] রবিবার, ৫ অক্টোবর ২০২৫
১৯ আশ্বিন ১৪৩২

তোফায়েল আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫ ১১:২৬ পিএম

সংগৃহীত ছবি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ভাতিজা ও সাবেক এমপি আলী আজম মুকুলের ব্যক্তিগত সহকারী সালাউদ্দিন।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

তোফায়েল আহমেদ স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাণিজ্যমন্ত্রীসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর