[email protected] রবিবার, ৫ অক্টোবর ২০২৫
১৯ আশ্বিন ১৪৩২

রাজ্য কোনো ছেলেখেলা নয়: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫ ৯:৩২ পিএম

সংগৃহীত ছবি

আজ (শনিবার) দুপুরে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্র কোনো ছেলেখেলা নয়।

সংবিধান পরিবর্তন করার কোনো অধিকার কোনো পক্ষেরই নেই যদি তা আইনানুগ ও সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে হয়

এনডিপি’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে গণতান্ত্রিক উত্তরণে করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, সংবিধান ছাড়া বা এরও বাইরের কোনো প্রক্রিয়ায় সংবিধান পরিবর্তন করলে সেটি ভবিষ্যতে বারবার দাবি ও অস্থিরতার জন্ম দেবে। “একবার এমন নজির গড়ে গেলে দুই বছর পরে, পাঁচ বছর পরে আবারো একই প্রক্রিয়া চালু করার সুযোগ তৈরি হবে,” তিনি সতর্ক করেন।

বাংলাদেশের স্বাধীনতা ও সংবিধান সংক্রান্ত ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে সালাহউদ্দিন বলেন, স্বাধীনতা ঘোষণার সময় নির্বাচিত প্রতিনিধিরা গণপরিষদ গঠন করে জনগণের পক্ষে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা গ্রহণ করেছিলেন। পরে সেই বৈধ প্রক্রিয়ার ফলেই সংবিধান কার্যকর হয়েছে এবং সেই সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে, তিনি উল্লেখ করেন।

সালাহউদ্দিন সমালোচনা করে বলেন, ঝাঁকবন্দি কিছু রাজনৈতিক গোষ্ঠী যারা জনমত গঠনের প্রচারণা চালাচ্ছে তাদের উদ্দেশ্যেই তিনি এই তথ্যগুলো জানিয়েছেন।

তিনি প্রশ্ন ছুঁড়ে বলেন, “আপনাদের সঙ্গে যারা জোটবদ্ধ তাদের ২০২৪ সালের ৭ জানুয়ারির ভূমিকা কী ছিল?” নাম না করে কিছু দলের পুরনো কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, তা জনগণের বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।

তিনি আরও বলেছেন, গত ১৬ বছরে যে শাসনের প্রতি জনগণ বিরোধী ছিল সেই অনুশাসনকে তারা ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে অভিহিত করেছেন এবং বলছেন, ঐতিহাসিকভাবে মানুষের সামনে যে মুখোশ ছিল, জনগণ তা তুলে ফেলেছে।

জনগণকে বিভ্রান্ত করে আন্দোলন করা গ্রহণযোগ্য নয়,” তিনি যোগ করেন।

সালাহউদ্দিন দাবি করেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অবিভক্ত রাখতেই হবে এবং একত্রিত শক্তিতে ফ্যাসিবাদী শক্তিকে চিরতরে নির্বাসিত করা হবে -এটাই তাদের লক্ষ্য। সভায় উপস্থিত রাজনৈতিক নেতারা এবং সদস্যরা এ উদ্দেশ্যকে সামনে রেখে একতায় থাকার গুরুত্বে সম্মত হন।

অধ্যাদেশগত বা ব্যতীত প্রক্রিয়ায় সংবিধান সংশোধনের যে কোনো চেষ্টা সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, সংবিধান রক্ষা এবং সাংবিধানিক শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেক রাজনৈতিক দলের দায়িত্ব।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর