[email protected] রবিবার, ৫ অক্টোবর ২০২৫
১৯ আশ্বিন ১৪৩২

আগামী নির্বাচনে জোট গঠনে আগ্রহী জাতীয় পার্টি : রুহুল আমিন হাওলাদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫ ৭:৩৫ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট গঠন করে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।

দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, নির্বাচনমুখী দল হিসেবে জাতীয় পার্টি সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে এবং আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।

শনিবার বিকেলে রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে প্রয়াত জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রুহুল আমিন হাওলাদার বলেন,

“জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। ৯০-এর পর থেকে একটিমাত্র নির্বাচন ছাড়া আমরা সব নির্বাচনে অংশ নিয়েছি। আমরা বিশ্বাস করি— নির্বাচন ছাড়া সরকারে যাওয়ার অন্য কোনো গণতান্ত্রিক পথ নেই। তাই আগামী নির্বাচনেও আমরা জোটবদ্ধ হয়ে অংশ নেব। কাদের সঙ্গে জোট হবে, তা শিগগিরই চূড়ান্ত করা হবে।”

তিনি আরও বলেন,

“একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। সরকারের উচিত এখনই একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করা।”

আলোচনা সভায় জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সফিকুল ইসলাম সেন্টু, লিয়াকত হোসেন খোকা, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূইয়া, আরিফুর রহমান খান, ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন শরফুদ্দিন আহমেদ শিপু, হাজী নাসির উদ্দিন সরকার, মিজানুর রহমান দুলাল, মাসুক রহমান, রেজাউল করিম, গোলাম মোস্তফা, আমিনুল ইসলাম সেলিম, জিয়াউর রহমান বিপুল, মো. মিজানুর রহমান, আবদুস সাত্তার, মোহাম্মদ মাসুম, এসএম হাশেম, আলমগীর হোসেন ও ওয়াহিদুর রহমান প্রমুখ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর