[email protected] শনিবার, ৪ অক্টোবর ২০২৫
১৯ আশ্বিন ১৪৩২

১০ বছর পর রোববার দেশে ফিরছেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক রাশেদুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫ ৪:৪৫ পিএম

সংগৃহীত ছবি

দীর্ঘ প্রায় এক দশক পর দেশে ফিরছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক।

আগামীকাল রোববার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি অস্ট্রেলিয়া থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা রাশেদুল হক গত দশ বছর ধরে অস্ট্রেলিয়ায় অবস্থান করে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা ও শেখ হাসিনা সরকারের নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিসরে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

অস্ট্রেলিয়ায় অবস্থানকালে তিনি বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে (Foreign Affairs Committee) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে কমিটির সদস্য হিসেবে কাজ শুরু করে ২০২২ সালে সহ-আন্তর্জাতিক সম্পাদক এবং ২০২৪ সালে আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে উন্নীত হন। বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্র জানায়, অস্ট্রেলিয়ায় অবস্থানকালে রাশেদুল হক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দি ইস্যু, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার লঙ্ঘনসহ নানা বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও সিনেটরদের সঙ্গে কূটনৈতিকভাবে কাজ করেছেন। তার উদ্যোগে অস্ট্রেলিয়ার সংসদে বাংলাদেশ প্রসঙ্গে একাধিক মোশন ও বিবৃতি গৃহীত হয়।

২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং প্রকাশ্যে মন্তব্য করেন—যে নির্বাচনে বিএনপির দাবি অনুযায়ী সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশ অনুপস্থিত ছিল। পরবর্তীতে ওই নির্বাচন পুনরায় আয়োজনের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে মোশন পাস হয়।

এছাড়া ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে ও ঘটনার নিন্দা জানিয়ে অস্ট্রেলিয়ার সংসদে প্রস্তাব উত্থাপিত হয়। ওই সময় ৪৩ জন সিনেটর ও এমপি বাংলাদেশের নির্বাচন পুনরায় আয়োজন, র‌্যাব বিলুপ্তি, আহতদের চিকিৎসা ও শহীদদের পুনর্বাসন দাবি করে যৌথ বিবৃতি দেন।

রাশেদুল হক গত এক দশক ধরে নিয়মিতভাবে সেমিনার, প্রতিবাদ সমাবেশ ও কূটনৈতিক বৈঠক আয়োজন করেছেন—অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ হাইকমিশনের সামনে এবং বিভিন্ন রাজ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে।

দলীয় নেতারা মনে করেন, অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন ধরে বিএনপির পক্ষে তার কূটনৈতিক ও রাজনৈতিক তৎপরতা দলের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তাই তার দীর্ঘ এক দশক পর দেশে ফেরা বিএনপি মহলে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দেশের রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দেবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর