[email protected] শনিবার, ৪ অক্টোবর ২০২৫
১৯ আশ্বিন ১৪৩২

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫ ৪:২২ পিএম

সংগৃহীত ছবি

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ (শনিবার) দেশে ফিরছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন নুর।

রাশেদ খান বলেন, “চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় নুর ভাই দেশে ফিরছেন। তিনি এখন অনেকটাই সুস্থ আছেন।”

গত ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান নুরুল হক নুর। সেখানে তার শারীরিক বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

এর আগে গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুর। ওই ঘটনায় তিনি মাথা ও পিঠে আঘাত পান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক জটিলতা বাড়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর