চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে তারেক রহমান ও ব্যারিস্টার রুমিন ফারহানার বিকৃত ছবি পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার পালিশারা গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব কাজী জসিম জানান, বৃহস্পতিবার রাতে ইউনিয়ন জামায়াতের আমির ও স্থানীয় মসজিদের খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপি নেতাদের ছবি বিকৃত করে পোস্ট দেন। শুক্রবার সকালে এ নিয়ে প্রশ্ন তুললে সংঘর্ষ শুরু হয়। যুবদল নেতা নেছার আহম্মেদ দাবি করেন, জামায়াতের হামলায় তাদের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
অন্যদিকে উপজেলা জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরাণ জানান, বৃহস্পতিবার রাতেই পোস্ট ডিলিট করা হয়েছে এবং ইলিয়াস হোসেন ক্ষমা প্রার্থনা করে আরেকটি পোস্ট দিয়েছেন।
কিন্তু বৈঠকের প্রস্তুতিকালে বিএনপি নেতাদের হামলার মুখে তাদেরও ১০-১২ জন আহত হয়েছেন।
ঘটনা প্রসঙ্গে মাওলানা ইলিয়াস হোসেন সাংবাদিকদের বলেন, “ছবিটি অসাবধানতাবশত শেয়ার হয়েছিল। বিষয়টি জানার পর আমি দ্রুত পোস্ট মুছে দিই এবং দুঃখ প্রকাশ করি। এর পরও বৈঠকে বসার আগে বিএনপি নেতাকর্মীরা আমার উপর হামলা চালায়।”
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এসআর
মন্তব্য করুন: