বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও মানবতার সেবার রাজনীতি করে আসছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর।
শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর কদমতলীর তালিমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসায় ‘ফি ফ্রাইডে ক্লিনিক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুস সবুর বলেন, অতীতে সমাজসেবামূলক কার্যক্রম করলেও জামায়াতকে নানা সময়ে রাষ্ট্রবিরোধী তকমা দিয়ে নেতাকর্মীদের আটক করা হয়েছে।
তবু সংগঠনটি সমাজসেবা থামায়নি। প্রকাশ্যে কাজের সুযোগ না পেলেও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে মানবতার সেবা চালিয়ে যাচ্ছে জামায়াত।
তিনি আরও বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমাদের নীতি। ক্ষমতায় থাকুক বা না থাকুক, জামায়াত মানুষের পাশে থাকবে।”
দেশে বৈষম্যের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, “এক শ্রেণির মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যায়, অথচ সাধারণ মানুষ সরকারি হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসা পায় না।
এ বৈষম্যের কারণ মানুষের তৈরি মতবাদ।”
জামায়াতের এই নেতার দাবি, ইসলামী রাষ্ট্রব্যবস্থায় নাগরিকদের মধ্যে কোনো বৈষম্য থাকে না।
রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ নাগরিক—সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত থাকে। তাই আগামী নির্বাচনে ইসলামী সমাজ গঠনে জামায়াতকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
এসআর
মন্তব্য করুন: