[email protected] শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
১৭ আশ্বিন ১৪৩২

ফ্লোটিলায় হামলার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫ ১:০৬ এএম

সংগৃহীত ছবি

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা ও ত্রাণযান জব্দের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেন, “ইসরায়েল মানবতার পরিপন্থী এক বর্বর শক্তি।

তারা কোনো আন্তর্জাতিক আইন-কানুন মানে না এবং মানবিক উদ্যোগকেও সশস্ত্রভাবে প্রতিহত করে।”

তিনি জানান, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগ, যেখানে ৪৪টি দেশের প্রায় ৫০০ মানুষ অংশ নেন।

তাদের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি, আইনজীবী, মানবাধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিয়েছেন শহিদুল আলম। কিন্তু ইসরায়েল এই উদ্যোগকে শক্তি প্রয়োগ করে প্রতিহত করেছে, যা বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে গাজী আতাউর রহমান বলেন, “আমাদের নাগরিক শহিদুল আলমের নিরাপত্তা রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

একইসঙ্গে বৈশ্বিক মানবিক উদ্যোগে ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশের কণ্ঠ আরও উচ্চকিত হতে হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর