[email protected] শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
১৭ আশ্বিন ১৪৩২

প্রতীক পছন্দে ৭ অক্টোবর পর্যন্ত সময় পেল এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ১০:১৮ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আগামী ৭ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) তালিকা থেকে একটি প্রতীক বেছে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নতুন রাজনৈতিক দল নিবন্ধন বিষয়ে ইসির সিদ্ধান্ত জানানোর পরপরই এনসিপিকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, দলটি নিবন্ধনের প্রাথমিক শর্ত পূরণ করেছে। তবে তাদের পছন্দের প্রতীকের তালিকায় প্রথমে উল্লেখ করা ‘শাপলা’ নির্বাচন পরিচালনা বিধিমালার তালিকায় না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয়।

বিকল্প হিসেবে এনসিপিকে অন্যান্য সংরক্ষিত প্রতীক থেকে একটি বেছে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতীক নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “শাপলা প্রতীক পেতে আমাদের কোনো আইনি বাধা নেই—এমন চিঠিই আমরা দিয়েছিলাম। কিন্তু ইসি অসাংবিধানিক ও স্বেচ্ছাচারীভাবে আমাদের জবাব দিয়েছে।

একুশ শতকে এসে তারা আমাদের জন্য আলমিরা, উটপাখি, কাপ-পিরিচ বা থালাবাটির মতো হাস্যকর প্রতীক রেখেছে।”

তিনি আরও অভিযোগ করেন, ইসি স্বেচ্ছাচারী আচরণ করছে এবং নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থে পক্ষপাতমূলক অবস্থান নিয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এবারের নিবন্ধনের জন্য ১৪৩টি রাজনৈতিক দল আবেদন করেছে।

এর মধ্যে মাঠ পর্যায়ের যাচাই শেষে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ প্রাথমিকভাবে নিবন্ধনের শর্ত পূরণ করেছে।

গত ২৪ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইসি ১১৫টি প্রতীক সংরক্ষণ করে গেজেট প্রকাশ করেছে। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৬টি, যার মধ্যে ৪টির নিবন্ধন বাতিল বা স্থগিত রয়েছে।

নতুন দলের জন্য বরাদ্দযোগ্য প্রতীকগুলোর মধ্যে রয়েছে—আলমিরা, উটপাখি, কলম, কম্পিউটার, খাট, ঘুড়ি, চশমা, ফুটবল, ফুলের টব, ফ্রিজ, বৈদ্যুতিক পাখা, মোবাইল ফোন, মোরগ, শঙ্খ, সেলাই মেশিন, হাঁস, হেলিকপ্টারসহ আরও অনেক প্রতীক। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর