জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তাদের শাপলা প্রতীক পাওয়ার পথে আর কোনো আইনি বা রাজনৈতিক বাধা নেই।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ফেসবুকে পোস্ট দিয়ে জানান, শাপলা প্রতীক যদি এনসিপিকে দেওয়া হয় তবে তিনি কোনো মামলা করবেন না।
এর কয়েক ঘণ্টা পর এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে মান্নার পোস্টের স্ক্রিনশট শেয়ার করে দলটি দাবি করে, এখন প্রতীক বরাদ্দে সব ধরনের জটিলতা কেটে গেছে।
এনসিপি তাদের পোস্টে লিখেছে, শুরুতে নির্বাচন কমিশন (ইসি) শাপলা প্রতীক দিতে আইনি বাধার কথা বলেছিল।
তবে দলের আইনজীবীরা ব্যাখ্যা দিলে কমিশন জানায়, রাজনৈতিক জটিলতা রয়েছে, কারণ শাপলা প্রতীক আগে নাগরিক ঐক্য চেয়েছিল। কিন্তু মান্নার ঘোষণার পর সেই রাজনৈতিক বাধাও আর রইল না।
পোস্টে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ‘আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নিরপেক্ষ থাকুন, স্বেচ্ছাচারিতা পরিহার করুন এবং দলীয় প্রভাব থেকে মুক্ত হয়ে জনগণের আস্থা অর্জন করুন।
এসআর
মন্তব্য করুন: