[email protected] বৃহঃস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
১৭ আশ্বিন ১৪৩২

এনসিপিকে শাপলা প্রতীক পেলে মামলা করবেন না: মান্না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ৭:৩৯ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি শাপলা প্রতীক পায়, তবে কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

স্বৈরশাসক শেখ হাসিনার পতনের বিষয়টি বিবেচনা করে এনসিপির নেতাকর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মান্না এ মন্তব্য করেন। তার এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এনসিপি নেতারা।

মান্নার পোস্টের স্ক্রিনশট শেয়ার করে এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ লেখেন,
“ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় মাহমুদুর রহমান মান্না ভাই। নির্বাচন কমিশনার সাহেব আর কী বাহানা দেবেন? নিজেকে বিতর্কিত না করে দ্রুত এনসিপিকে শাপলা প্রতীক দিন।”

এ বিষয়ে রাজনৈতিক মহল মনে করছে, মান্নার এই অবস্থান এনসিপিকে সাহস জোগাবে এবং শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে নতুন মাত্রা যোগ করতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর