জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি শাপলা প্রতীক পায়, তবে কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মান্না এ মন্তব্য করেন। তার এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এনসিপি নেতারা।
মান্নার পোস্টের স্ক্রিনশট শেয়ার করে এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ লেখেন,
“ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় মাহমুদুর রহমান মান্না ভাই। নির্বাচন কমিশনার সাহেব আর কী বাহানা দেবেন? নিজেকে বিতর্কিত না করে দ্রুত এনসিপিকে শাপলা প্রতীক দিন।”
এ বিষয়ে রাজনৈতিক মহল মনে করছে, মান্নার এই অবস্থান এনসিপিকে সাহস জোগাবে এবং শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে নতুন মাত্রা যোগ করতে পারে।
এসআর
মন্তব্য করুন: