বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্র সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবীর জানান, খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তার দেশে ফেরা নিয়ে কোনো সংশয় নেই। তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক রয়েছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”
এ সময় আওয়ামী লীগকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত করে তিনি বলেন, “নিউইয়র্কে এনসিপির ওপর হামলার মধ্য দিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী সংগঠন।”
এদিকে জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্রেসি অ্যান জ্যাকবসন ফের লন্ডন সফরে গেছেন। বুধবার (১ অক্টোবর) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। তার সফরসঙ্গী ছিলেন স্বামী ডেভিড বাফ। যদিও এই সফরকে ব্যক্তিগত ভ্রমণ হিসেবে উল্লেখ করা হলেও কূটনৈতিক মহলে এ নিয়ে নানা গুঞ্জন চলছে।
বিশ্বস্ত সূত্রগুলো জানায়, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ট্রেসি জ্যাকবসনের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে আসন্ন জাতীয় নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। তবে বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসে লন্ডন সফরকালে ট্রেসি অ্যান জ্যাকবসন প্রথমবার তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন। সে সময় বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সরকার গঠন ও নির্বাচন কমিশনের রূপরেখা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয় বলে জানিয়েছিলেন হুমায়ুন কবীর।
এসআর
মন্তব্য করুন: