[email protected] বৃহঃস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
১৬ আশ্বিন ১৪৩২

আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জাতির সঙ্গে প্রতারণা : সারজিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ১২:২৮ এএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “জুলাই অভ্যুত্থানের পর যাঁরা আবার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তাঁরা জাতির সঙ্গে প্রতারণা করছেন।”

বুধবার (১ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, দেশের মানুষের ত্যাগ ও রক্তকে ভুলে আন্তর্জাতিক ইমেজ রক্ষার নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা জনগণ কখনো মেনে নেবে না। তিনি দাবি করেন, “আওয়ামী লীগের রাজনীতি ইতোমধ্যেই নিষিদ্ধ হয়েছে, দল হিসেবেও তা নিষিদ্ধ হবে। এ বিষয়ে বাংলাদেশের মানুষ কোনো আপোষ করবে না।”

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, শাপলা প্রতীক পাওয়া নিয়ে কোনো আইনি বাধা নেই। তারপরও কমিশন ভয় বা চাপে স্বেচ্ছাচারী আচরণ করেছে। তাঁর অভিযোগ, “নতুন দল হিসেবে আমাদের যাত্রা এক বছরও হয়নি, অথচ প্রতীক নিয়ে এত মাথাব্যথা কেন? এভাবে চলতে থাকলে এনসিপি কমিশনের ওপর অনাস্থা জানাতে বাধ্য হবে।”

তিনি আরও বলেন, রাজনীতিতে পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি। অন্যদিকে, ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গ টেনে তিনি জানান, পঞ্চগড়সহ সারা দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং গুজবকারীদের কোনো সুযোগ দেওয়া হবে না।

এর আগে সারজিস আলম আটোয়ারীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং মন্দির কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মী ও সনাতনধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর