[email protected] বুধবার, ১ অক্টোবর ২০২৫
১৫ আশ্বিন ১৪৩২

মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানির দায়ে জামায়াত নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৯ পিএম

নওগাঁ সদর উপজেলার জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসাইন

নওগাঁ সদর উপজেলার জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসাইনকে মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে বাতিল করা হয়েছে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের জন্য তাকে দেওয়া দলীয় মনোনয়ন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে এক জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে নৈতিক স্খলনের দায়ে এ সিদ্ধান্ত নেয় নওগাঁ জেলা জামায়াত।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব।

তিনি জানান, সম্প্রতি এনায়েতপুর দাখিল মাদরাসার কয়েকজন শিক্ষার্থী মোনায়েম হোসাইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলে। পরে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দিলে সেখানে অভিযোগ প্রমাণিত হয়।

জেলা আমির আরও জানান, তদন্তে মাদরাসার অভ্যন্তরীণ কোন্দলের বিষয়ও উঠে এসেছে, যা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দেখভালের বিষয়। তবে এ ঘটনার পর থেকে জামায়াতের সঙ্গে মোনায়েম হোসাইনের আর কোনো সম্পর্ক নেই। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর