[email protected] মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
১৫ আশ্বিন ১৪৩২

শাপলা প্রতীক না পাওয়ায় ইসিকে সারজিস আলমের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৯:১৫ পিএম

সংগৃহীত ছবি

নিবন্ধন পাওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

 তবে শাপলা প্রতীক না দেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং এটিকে নির্বাচন কমিশনের ‘স্বেচ্ছাচারিতা’ ও ‘বৈষম্যমূলক আচরণ’ বলে আখ্যা দিয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে সারজিস আলম এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

তিনি লিখেছেন, “নির্বাচন কমিশন জানিয়েছে যে নিবন্ধনের জন্য সব শর্ত পূরণ করেছে এনসিপি। তাই নিবন্ধন দিতে তাদের কোনো আপত্তি নেই— এজন্য ধন্যবাদ। কিন্তু শাপলা মার্কা দেওয়ার ক্ষেত্রে কমিশন অদৃশ্য শক্তির প্রভাবে স্বেচ্ছাচারিতা করছে এবং এনসিপির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে।”

সারজিস আরও উল্লেখ করেন, “কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও প্রতীক নিয়ে এই টালবাহানা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছ থেকে মোটেও প্রত্যাশিত নয়।”

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন নির্বাচনের আগেই নিজেদের সক্ষমতা ও স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে না।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর