জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ ঘোষণা দেন।
তিনি জানান, ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে গণসংযোগ, মতবিনিময় সভা, গোলটেবিল বৈঠক ও সেমিনার অনুষ্ঠিত হবে। ১০ অক্টোবর রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হবে।
১. জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন।
২. নির্বাচন অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে অনুষ্ঠিত করা।
৩. সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।
৪. গণহত্যার বিচার দৃশ্যমান করা।
৫. বিশেষ ট্রাইব্যুনালে জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার এবং বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ড. এএইচএম হামিদুর রহমান আজাদ, মাওলানা আবদুল হালিম, মোবারক হোমাইন, নূরুল ইসলাম বুলবুল ও আবদুর রহমান মূসা প্রমুখ।
এসআর
মন্তব্য করুন: