[email protected] মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
১৫ আশ্বিন ১৪৩২

নসরুল হামিদ বিপুর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৩:৫২ পিএম

সংগৃহীত ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর একটি ফোনালাপ ফাঁস হয়েছে।

প্রকাশিত তথ্যে জানা যায়, গত বছরের ২৪ জুলাই এই ফোনালাপটি হয়েছিল। সেখানে শেখ হাসিনা বিভিন্ন সরকারি ভবনে অগ্নিসংযোগের দায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ওপর চাপানোর নির্দেশ দেন বলে দাবি করা হয়েছে।

ফাঁস হওয়া ফোনালাপে নসরুল হামিদ বিপু জানান, জ্বালানি বিলের সংকট সমাধান হয়েছে। তিনি বলেন, “একদিনেই কাভার করে ফেলছি ২৪ লাখ।” উত্তরে শেখ হাসিনা বলেন, “২৪ লাখ! তাহলে এটা নিউজ করো।”

বিপু জানান, সাংবাদিকদের নিয়ে তিনি শহরজুড়ে প্রচারণা চালাচ্ছেন, তবে তা গণমাধ্যমে যথাযথভাবে প্রকাশিত হয়নি। এসময় শেখ হাসিনা নির্দেশ দেন, “আমি যা বলি শুনো, কিছু হাদিয়া (প্রণোদনা) দিয়ে দাও।”

আরও শোনা যায়, বিএনপি-জামায়াতকে দায়ী করার বিষয়ে হাসিনা বলেন, “শিবির আর ছাত্রদল মিলেই অগ্নিসংযোগ করছে—এটা বারবার বলতে হবে, লিখতে হবে। বিদেশে খবর যাচ্ছে ছাত্রলীগ এসব করছে। কিন্তু ছাত্রলীগ তো মাইর খেয়ে কাপড় ছাড়া বের হয়ে আসছে।”

ফোনালাপে শেখ হাসিনা বিপুকে হুঁশিয়ার করে বলেন, “যদি কথাগুলো কেটে দাও, তাহলে বিদ্যুৎ বন্ধ করে দেব।”

ফাঁস হওয়া কথোপকথনে দেখা যায়, রাজনৈতিক সহিংসতার দায় বিএনপি-জামায়াতের ওপর চাপাতে বিশেষ কৌশল নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর