[email protected] মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
১৫ আশ্বিন ১৪৩২

পিআর মানে ‘পাবলিক রিলেশন’: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৩:৪২ পিএম

সংগৃহীত ছবি

পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিকে অস্থিতিশীলতার কারণ আখ্যা দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের মানুষ এই পদ্ধতির বিপক্ষে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা পিআর মানে বুঝি পাবলিক রিলেশন বা জনসংযোগ। এখন সবাই জনসংযোগ করছে—সে পিআরেই আমরা বিশ্বাস করি।”

সালাহউদ্দিন আহমেদ বলেন, “প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি হচ্ছে এক ধরনের পার্মানেন্ট রেস্টলেসনেস সিস্টেম। এতে অনেক দেশে ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না, মেজরিটির ভিত্তিতে সরকার গঠন সম্ভব হয় না।”

বিএনপি নেতা আরও জানান, তাদের দল ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী হলেও ধর্মের ভিত্তিতে বিভাজন চায় না। তিনি বলেন, “বিএনপির রাজনীতি হলো সমন্বয়ের রাজনীতি। ধর্মের ভিত্তিতে বিভাজন আমরা চাইনি, চাই না, করবও না।”

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি মন্তব্য করেন, “দেশে এখন নির্বাচনের আবহ তৈরি হয়েছে। প্রার্থীরা ও জনগণ সবাই ভোটকেন্দ্রিক গণসংযোগে আছে। এই সময়ে কোনো দল যদি বিভ্রান্তি ছড়িয়ে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর