[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আশ্বিন ১৪৩২

আবারও ১২ দিনের কর্মসূচিতে ৫ রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৮:৪৯ পিএম

সংগৃহীত ছবি

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ বিভিন্ন দাবিতে আবারও ১২ দিনের কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫টি রাজনৈতিক দল।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হবে।

ইতোমধ্যে দলগুলো তিন দিনের অভিন্ন কর্মসূচি পালন করেছে। এবার অক্টোবরের প্রথমার্ধে শুরু হতে যাওয়া নতুন কর্মসূচিতে সেমিনার, মতবিনিময়, গণসংযোগ ও বিক্ষোভের মতো কর্মসূচি অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানা গেছে।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার পরও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে জটিলতা কাটেনি। বিশেষ করে সংবিধান সংশোধন ও বাস্তবায়ন নিয়ে মতবিরোধ রয়ে গেছে। এর মধ্যেই দলগুলো জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি স্বীকৃতিসহ চার দফা দাবিতে গত ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাগপা ও নেজামে ইসলাম পার্টি অংশ নেয়।

  • জামায়াতে ইসলামী: মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করবে।
  • ইসলামী আন্দোলন বাংলাদেশ: মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে যুগপৎ আন্দোলনের দ্বিতীয় দফার কর্মসূচি ঘোষণা করবে।
  • বাংলাদেশ খেলাফত মজলিস: সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি প্রকাশ করবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ জানিয়েছেন, তাদের দাবির মধ্যে রয়েছে—

  • জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন
  • পিআর পদ্ধতিতে নির্বাচন
  • সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
  • গণহত্যার বিচার দৃশ্যমান করা
  • জাতীয় পার্টি ও ১৪ দলকে ‘ভারতের দোসর’ আখ্যায়িত করে বিশেষ ট্রাইব্যুনালে বিচার ও বিচারকালে কার্যক্রম নিষিদ্ধ করা

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর