[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আশ্বিন ১৪৩২

নির্বাচিত সরকার না এলে দেশে অর্থনৈতিক বিপর্যয় আসতে পারে: ব্যারিস্টার অসীম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৬:৫৬ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, “দেশে দ্রুত সময়ে নির্বাচিত সরকার না এলে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিতে পারে।”

সোমবার (২৯ সেপ্টেম্বর) ধানমন্ডিতে যানজটমুক্ত নগরীর লক্ষ্যে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও অনুমোদনহীন, ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের দাবিতে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এসব মন্তব্য করেন।

ব্যারিস্টার অসীম বলেন, “দেশে দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও অর্থনৈতিক অপ্রতিষ্ঠিত অবস্থা বিরাজ করছে। বিদেশিরা বিনিয়োগ করতে নিরাপদ বোধ করছেন না। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ১৭ বছরের আন্দোলনের সমাপ্তি ঘটানো হোক। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে নাগরিকদের চাহিদা পূরণে কাজ করা হবে।”

নাগরিক দুর্ভোগ নিয়ে তিনি আরও বলেন, “রাস্তার হাজারো গাড়ির মধ্যে বেশিরভাগের ফিটনেস নেই। নতুন রাস্তা নির্মাণ হচ্ছে না, অবৈধ গাড়ি বন্ধ হচ্ছে না, পুরনো রাস্তা সংস্কার হচ্ছে না। এমন পরিস্থিতিতে নাগরিকদের দেওয়া করের সঠিক ব্যবহার হচ্ছে না। নাগরিক সেবা নিশ্চিত না হলে আমরা কর প্রদান বন্ধ করার ঘোষণা দিয়েছি।”

রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তায় তিনি বলেন, “চার বছর আগে যুগপৎ আন্দোলনের অংশীদারদের সঙ্গে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে গণতান্ত্রিক শাসন, আইনের শাসন, দুর্নীতিমুক্ত সমাজ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও বিচার বিভাগ সংস্কারের বিষয়গুলো অন্তর্ভুক্ত। কিন্তু বর্তমানে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার দৃষ্টি দিচ্ছে, নাগরিক কল্যাণ ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে কেউ মনোযোগ দিচ্ছে না।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মাসুদ (সঞ্চালক), কলাবাগান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিবরিয়া লাকী, হাজারীবাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. রেজা ফয়সাল, ধানমন্ডি থানা যুগ্ম আহ্বায়ক আবু নাসের লিটন, যুগ্ম আহ্বায়ক মো. দিলা, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার এবং সাধারণ সম্পাদক আমির হুসেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর