[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আশ্বিন ১৪৩২

সাবেক দুই এমপিসহ আ.লীগের ১৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৬ এএম

সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও তামান্না নুসরাত বুবলী

সন্ত্রাস দমন আইনের আওতায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ ১৩ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবির পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটক দুই সাবেক সংসদ সদস্য হলেন—ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলী।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর