[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৩ আশ্বিন ১৪৩২

তোফায়েল আহমেদের মৃত্যুর ‘খবর’ নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১:২০ এএম

তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

রোববার রাতে কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে এ খবরটি গুজব বলে জানা গেছে।

বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন।রবিবার (২৮ সেপ্টেম্বর) তার পরিবারের এক সদস্য বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, ‘উনার শরীর ভালো নেই, হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দোয়া করবেন উনার জন্য।’

কয়েক বছর ধরে তিনি হুইলচেয়ারের সাহায্যে চলাফেরা করছেন। স্ট্রোকের পর থেকে শরীরের একাংশ প্যারালাইজড হয়ে যায়।

দীর্ঘদিন ধরে নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন প্রবীণ এই রাজনীতিক। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর