বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় লোগো পরিবর্তন করতে যাচ্ছে।
ইতোমধ্যে নতুন লোগোর খসড়া তৈরি করা হয়েছে এবং সাবেক নেতৃবৃন্দ ও একটি কারিগরি দল এর উপর কাজ করছেন। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন লোগো উন্মোচন করা হবে।
জামায়াতের দায়িত্বশীলরা জানিয়েছেন, নতুন লোগোর মাধ্যমে জেন-জি, অর্থাৎ নতুন প্রজন্মকে বিশেষ বার্তা দিতে চাইছে দলটি।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামী আমিরের কার্যালয়ে অনুষ্ঠিত একটি বৈঠকে নতুন লোগোর প্রাথমিক ছবি নজরে আসে। এতে দেখা যায়, দাঁড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক এবং পাল্লার দণ্ড কলম আকৃতির, যা জ্ঞানভিত্তিক সমাজের প্রতিনিধিত্ব করছে। কলমের নিম্নভাগ লাল রঙে এবং চারপাশের ব্যাকগ্রাউন্ড সবুজ। লোগোতে বাংলায় ও আরবিতে “বাংলাদেশ জামায়াতে ইসলামী” লেখা আছে।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন,
“আগের লোগোকে মডিফাই করে নতুনভাবে ডিজাইন করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী নতুন প্রজন্মকে বার্তা দিতে এই লোগো তৈরি করা হয়েছে।”
তিনি আরও জানান,
“কলম জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যম। দাঁড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক। লাল-সবুজের বাংলাদেশকে লোগোতে প্রতিফলিত করা হয়েছে।”
জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন,
“আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি ডিজাইন তৈরি হয়েছে। কোনটি চূড়ান্ত হবে, সেটি দ্রুত ঘোষণা করা হবে।”
তিনি জানান, আগের লোগো কখনো অফিসিয়ালি ব্যবহার করা হয়নি, শুধুমাত্র বিভিন্ন গণমাধ্যমে ব্যবহার হতো। নতুন লোগোর আনুষ্ঠানিক ঘোষণা পরবর্তী সময়ে হবে।
এসআর
মন্তব্য করুন: