[email protected] রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১৩ আশ্বিন ১৪৩২

শেখ হাসিনা খুব দ্রুত পদক্ষেপ নিতে চাইছেন : গোলাম মাওলা রনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৭:২২ পিএম

সংগৃহীত ছবি

সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা খুব দ্রুত কিছু পদক্ষেপ নিতে চাইছেন।

সম্প্রতি শেখ হাসিনার কয়েকটি অডিও বক্তব্য ফাঁস হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

রনি বলেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে আওয়ামী লীগে শেখ পরিবারের সদস্যদের পুনর্বাসন করা না গেলে, তারা দলের ভেতর থেকে মাইনাস হয়ে যেতে পারেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

ওই ভিডিওতে গোলাম মাওলা রনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা ঘন ঘন বৈঠক করছেন। তিনি নেতাকর্মীদের যেভাবে নির্দেশনা দিচ্ছেন এবং প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের আহ্বান জানাচ্ছেন, তা উদ্বেগজনক।

তার দাবি, আওয়ামী লীগের কর্মীরা এখন ঝটিকা মিছিল করছে এবং বাইরে থেকে অনেকে তাতে হাততালি দিচ্ছেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর