[email protected] রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

গুলশান থেকে কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৩ এএম

সংগৃহীত ছবি

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান এলাকা থেকে কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাহেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর