[email protected] রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

প্রশাসনে আওয়ামী দোসররা ষড়যন্ত্রে লিপ্ত: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৯ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারকে নস্যাৎ করতে প্রশাসনের ভেতরে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতা দোলন ভূঁইয়াকে আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন। 

রিজভী অভিযোগ করেন, “প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসররা এখনও সক্রিয়। তারা গোপনে নানা ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। অথচ সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

তিনি আরও বলেন, বিগত সময়ে কয়েকজনের পরামর্শে শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের ওপর গুলি ও বোমা হামলা চালিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় অপরাধীরা এখনও দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, যদিও দেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে।

এসময় বিএনপি পরিবারের প্রতিনিধি দল আহত দোলন ভূঁইয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার হাতে আর্থিক সহায়তা তুলে দেন। উপস্থিত ছিলেন বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোমিন মিথুন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার, যুবদল নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু ও ছাত্রদল নেতা মশিউর রহমান।

রিজভী জানান, আহত দোলন ভূঁইয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর