বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে - এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আর কোনো সংশয় নেই।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার ভাষণে ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে আরও জোরালো অবস্থান থাকা উচিত ছিল কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “প্রধান উপদেষ্টার বক্তব্য যথেষ্ট স্পষ্ট ছিল।
ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের কোনো সংশয় নেই। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এ নিয়ে কোনো দ্বিধা নেই। আমরা নিশ্চিত—২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে।”
তিনি আরও বলেন, “আমরা খুশি এজন্য যে, প্রথমবারের মতো বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকারিভাবে জাতিসংঘ অধিবেশনে সম্পৃক্ত করা হয়েছে।
এর মাধ্যমে জাতির ঐক্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্যোগকে আমরা সর্বাত্মক সমর্থন করেছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: