নারায়ণগঞ্জ: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বিএনপি, জামায়াত কিংবা এনসিপি- তাদের কেউই দুর্নীতিমুক্ত নয়।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নবম জেলা সম্মেলনে প্রধান আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
জোনায়েদ সাকি বলেন, “আমাদের রাষ্ট্রে ন্যায়বিচার নেই, আছে দখলদারিত্ব ও ফ্যাসিবাদ। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে নির্বাচন, বিচারব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোয় মৌলিক সংস্কার জরুরি।”
অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “এই সুযোগে একদল উগ্রপন্থী দেশটিকে আবার জবরদখলের পথে নিতে চাইছে, যেমনটা অতীতে আওয়ামী লীগ করেছে। ছাত্রসমাজ ও তরুণদের এ বিষয়ে সজাগ থাকতে হবে।”
তিনি জোর দিয়ে বলেন, বিএনপি, জামায়াত ও এনসিপি দুর্নীতির বাইরে নয়। তাই তরুণদের দায়িত্ব ইতিহাসের সামনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এসআর
মন্তব্য করুন: