জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ অথবা ‘লাল শাপলা’ প্রতীককে নির্বাচনী তফসিলে অন্তর্ভুক্ত করে দলটির অনুকূলে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইসিকে পাঠানো এক চিঠিতে এনসিপি জানায়, শাপলা জাতীয় ফুল হলেও এটি জাতীয় প্রতীক নয়। তাই শাপলা প্রতীক বরাদ্দে কমিশনের আপত্তির কোনো আইনগত ভিত্তি নেই। দলটির দাবি, জনগণের মাঝে শাপলা প্রতীক নিয়ে ব্যাপক পরিচিতি ও আবেগ তৈরি হয়েছে, যা এখন এনসিপি ও সাধারণ মানুষের ‘আত্মিক সম্পর্কের প্রতীক’।
চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশের জাতীয় প্রতীকে শাপলাসহ চারটি উপাদান থাকলেও এর মধ্যে ‘ধানের শীষ’ বিএনপিকে এবং ‘তারা’ প্রতীক জেএসডিকে বরাদ্দ দেওয়া হয়েছে। একইভাবে জাতীয় ফল কাঁঠাল ও ‘সোনালী আঁশ’ও রাজনৈতিক দলগুলোর প্রতীক হিসেবে ব্যবহার হচ্ছে। সেক্ষেত্রে শাপলাকে বাদ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।
এনসিপি অভিযোগ করেছে, একটি প্রভাবশালী রাজনৈতিক দলের চাপের কারণে কমিশন শাপলা প্রতীক তালিকা থেকে বাদ দিয়েছে। দলটির মতে, এটি কমিশনের পক্ষপাতদুষ্টতা ও স্বেচ্ছাচারিতার প্রকাশ।
চিঠিতে এনসিপি জানায়, তারা প্রতীক হিসেবে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলার যেকোনো একটি নিতে রাজি এবং প্রয়োজনে প্রতীকের নকশা ও রঙ নিয়ে আলোচনায়ও প্রস্তুত রয়েছে।
এসআর
মন্তব্য করুন: