ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-কে কোনো সাক্ষাৎকার দেননি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি অভিযোগ করেন, তার বক্তব্য ওই মাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দৈনিক কালবেলাকে তিনি বলেন, “‘এই সময়’-এর সঙ্গে কথাবার্তা হলেও সাক্ষাৎকার দেইনি। আর জামায়াতে ইসলামীকে ৩০ আসন দেওয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।”
এদিকে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মির্জা ফখরুল।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, “ঘটনাটি আবারও প্রমাণ করল, আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। আওয়ামী লীগ যা করেছে, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে।”
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেএফকে বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে ঘটনাটি ঘটে। ওই সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে মির্জা ফখরুল ও আখতার হোসেন সেখানে উপস্থিত ছিলেন।
স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্লোগান দেন ও বিক্ষোভ করেন। পরে তারা গাড়ির সামনে শুয়ে পড়েন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর যুবলীগ কর্মী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিএনপি কর্মীকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ রয়েছে।
এসআর
মন্তব্য করুন: