নির্বাচন কমিশনের অনুমোদিত তালিকায় না থাকায় ‘শাপলা’ প্রতীক পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এনসিপিকে শাপলা প্রতীকের পরিবর্তে বিকল্প প্রতীকের জন্য আবেদন করার আহ্বান জানানো হয়েছে। কমিশনের অনুমোদিত প্রতীকগুলোর মধ্য থেকেই দলটিকে নতুন প্রতীক নিতে হবে।
সচিব আরও জানান, নির্বাচনী আচরণবিধি ও প্রতীকসংক্রান্ত ভেটিং শেষ করে সংশোধিত তালিকা ইতোমধ্যেই কমিশনে জমা দেওয়া হয়েছে। তবে সেই তালিকায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় এনসিপি সেটি আর পাচ্ছে না।
এছাড়া তিনি বলেন, আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে নির্বাচন কমিশনের সংলাপ কার্যক্রম শুরু হবে। প্রথম দিনে সংলাপে অংশ নেবেন সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা।
এসআর
মন্তব্য করুন: