[email protected] সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
৭ আশ্বিন ১৪৩২

রিজভীর বক্তব্যে শিবির সেক্রেটারির তীব্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫ ৯:২৭ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাদের কর্মকাণ্ড নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেওয়া মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

সোমবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,

“রুহুল কবির রিজভীসহ অন্যান্য রাজনীতিবিদদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি—তারা মনে করছেন, নির্বাচনের মাধ্যমে সহজেই ক্ষমতায় যেতে পারবেন। ডাকসু নির্বাচনের ফল তাদের প্রত্যাশার বিপরীত হওয়ায় তারা কষ্ট পেয়েছেন, আর সেই জায়গা থেকে তারা ভুল মন্তব্য করছেন।”

ডাকসু প্রসঙ্গ টেনে নুরুল ইসলাম বলেন,
“রিজভীরা বলছেন, ছাত্রসংগঠনের কাজ নয় এসব উদ্যোগ। অথচ তাদের সংগঠন ছাত্রদল শিক্ষার্থীদের মাঝে পানির ফিল্টার, কলম, ফাইলসহ নানা উপকরণ বিতরণ করেছে। তাহলে এগুলো কি ছাত্রসংগঠনের কাজ নয়? ছাত্রশিবির নিজেদের ফান্ডে যে কাজগুলো করছে, সেগুলো কেন গাত্রদাহের কারণ হবে?”

তিনি আরও বলেন,
“প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত মানসম্মত শিক্ষার কাঠামো তৈরি করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার ব্যর্থ হয়েছে। এ বছর ৬ লাখ শিক্ষার্থী এসএসসিতে অকৃতকার্য হয়েছে—তাদের নিয়ে তো সরকার কোনো পদক্ষেপ নেয়নি। যদি আমরা তাদের পাশে দাঁড়াই, তবে সমালোচনা নয় বরং প্রশংসা প্রাপ্য।”

এর আগে ডাকসুর ভিপির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছিলেন রুহুল কবির রিজভী। একই প্রসঙ্গে বিএনপি নেতা ফজলুর রহমান ডাকসু নির্বাচনকে সিনিয়র মাদ্রাসার নির্বাচনের সঙ্গে তুলনা করে বলেন,
“এটা কোনো ডাকসু নির্বাচন নয়। হাটহাজারী মাদ্রাসায় যত ছাত্র আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কাছাকাছি ছাত্র রয়েছে। শেখ হাসিনার কারণে এই সর্বনাশ হয়েছে। এখন মাদ্রাসার শিক্ষার্থীরা আলিম পাস করে দলে দলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর