জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামায়াত ও এনসিপির পক্ষ থেকে জানানো হয়, জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তারেক এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা সফরসঙ্গী হিসেবে মনোনীত হয়েছেন।
সফরসূচি অনুযায়ী, প্রধান উপদেষ্টা রোববার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। পাশাপাশি একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে অংশ নেবেন।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী দলে আরও থাকছেন—
জামায়াত ও এনসিপি সূত্র জানায়, প্রতিনিধি দলে বিএনপির দুই নেতা থাকায় সমতা বজায় রাখতে তাদের পক্ষ থেকেও দুজন করে প্রতিনিধি নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়। ভিসা জটিলতার কারণে শেষ মুহূর্তে যাদের মার্কিন ভিসা প্রস্তুত ছিল, তাদেরই মনোনীত করা হয়েছে।
জানা গেছে, জামায়াতের ড. নকিবুর রহমান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখান থেকেই প্রতিনিধি দলে যোগ দেবেন। অন্যদিকে এনসিপির ডা. তাসনিম জারা রোববার রাতেই যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠেছেন।
আগামী ২২ সেপ্টেম্বর উচ্চপর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হবে। সেখানে ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন।
এসআর
মন্তব্য করুন: