[email protected] রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২

নির্বাচনে বিজয়ের লক্ষ্যে সবাইকে কাজের আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫ ৮:২৭ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী জাতীয় নির্বাচনে বিজয় অর্জনের লক্ষ্য সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, “আল্লাহর খাস রহমতে ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিজয় অর্জন করেছে। এ বিজয় ভবিষ্যৎ জাতীয় নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে ইনশাআল্লাহ। আমরা আগামী জাতীয় নির্বাচনে তিনশ আসনে অংশ নেওয়ার আশা রাখি। সেই নির্বাচনে বিজয় অর্জনের জন্য আর্থিক কোরবানিসহ সব ধরনের সহযোগিতা করতে আমি সবাইকে আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “বহু আন্দোলন, ত্যাগ ও কোরবানির বিনিময়ে আমরা ২০২৪ সালের ৫ আগস্ট একটি নতুন বাংলাদেশ লাভ করেছি। তখন অনেকেই জীবন দিয়েছেন, কেউ হাত-পা বা চোখ হারিয়েছেন। তাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ আমাদের মহান বিজয় দান করেছেন। আল্লাহ যেন আমাদের সেই ত্যাগের যথোপযুক্ত প্রতিদান দান করেন।”

ডা. শফিকুর রহমান বলেন, “দীর্ঘ সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে অসংখ্য নেতা-কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন কিংবা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আজ তাদের ত্যাগ ও ধৈর্যের বিনিময়েই আমরা মুক্ত পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের দায়িত্ব হলো জনগণের সেবক হয়ে কাজ করা। ফলাফল আল্লাহর হাতে। আমাদের অহংকার নয়, বরং বিনয়ী হতে হবে।”

হজরত ইব্রাহিম (আ.)-এর কোরবানির দৃষ্টান্ত টেনে তিনি বলেন, “আল্লাহ মানুষকে নানা পরীক্ষা দেন। যারা পরীক্ষায় উত্তীর্ণ হন, আল্লাহ তাদের পুরস্কৃত করেন। ইব্রাহিম (আ.) পুত্রকে কোরবানি করার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই মুসলিম জাতির পিতা হিসেবে মর্যাদা লাভ করেন।”

অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। দিনব্যাপী এ অধিবেশনে রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন ২০২৬ প্রসঙ্গে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দারসুল কোরআন উপস্থাপন করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও কেন্দ্রীয় মহিলা বিভাগীয় কর্মপরিষদ সদস্যসহ সারাদেশ থেকে আগত নির্বাচিত শূরা সদস্যরা।

সভায় ষান্মাসিক সাংগঠনিক রিপোর্ট উপস্থাপনসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।

দীর্ঘ অসুস্থতার পর প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে জামায়াত আমির আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি বলেন, “অসুস্থতা ও সুস্থতা দুটোই আল্লাহর নিয়ামত। প্রতিটি অবস্থায় আমাদের কৃতজ্ঞ থাকতে হবে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর