[email protected] রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২

সবার পরামর্শে সরকার গঠন করলেও ব্যর্থতার দায় নিচ্ছে এনসিপি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫ ৭:৩৮ পিএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের কাজে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকলেও সব সীমাবদ্ধতা ও ব্যর্থতার দায় এককভাবে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বহন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “সবার পরামর্শে সরকার গঠন করা হলেও ব্যর্থতার দায়ভার একাই নিতে হচ্ছে এনসিপিকে। ফ্যাসিবাদবিরোধী অবস্থান আমরা পরিষ্কার করেছি, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল থেকে পূর্ণ সহযোগিতা পাইনি। অনেকটা একাই লড়তে হয়েছে।”

তিনি অভিযোগ করে বলেন, রাজনীতি যখন ব্যবসায়ীদের হাতে চলে যায়, তখন বিরোধী নেতাদের হত্যার বৈধতা দেওয়া হয়। তবে রাজনৈতিক সংস্কৃতি বদলাতে পেরেছে এনসিপি— এটিই দেশের জন্য বড় সাফল্য।

মিডিয়া ও সেনাবাহিনীর একটি অংশকে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত বলে দাবি করে তিনি বলেন, “আমরা তাদের বিরুদ্ধেও লড়াই করছি। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলছি। কিন্তু মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদের নেতাদের চরিত্রহনন করা হয়েছে।”

কক্সবাজার সফরের প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, “গত ৫ আগস্ট আমরা কক্সবাজারে গিয়েছিলাম। কিন্তু মিডিয়ায় প্রচার হলো আমরা নাকি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছি। এটি সম্পূর্ণ মিথ্যা। আমরা মিডিয়াবিরোধী নই, তবে সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা চাই।”

এনসিপির অর্জন প্রসঙ্গে তিনি আরও বলেন, “গঠনের পর থেকে এনসিপির সাফল্য কম নয়। আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা তা স্বীকার করি এবং পর্যায়ক্রমে সংশোধন করি। আপনারা সমালোচনা ও পরামর্শ দিলে আমরা আরও শুদ্ধভাবে বাংলাদেশপন্থি রাজনীতি এগিয়ে নিয়ে যাব।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর