[email protected] রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২

যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫ ৭:২৫ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলের নেতাকর্মীদের এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো ঐক্য অটুট রাখা।

তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যদি আমরা ইস্পাতকঠিন ঐক্য ধরে রাখতে পারি, তবে জনগণের রায় ধানের শীষের পক্ষেই আসবে।”

শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, দেশে সরাসরি স্বৈরশাসন না থাকলেও এক ধরনের ‘অদৃশ্য শক্তি’ ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। এই পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে দলের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার পরামর্শ দেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, “এখন আর বসে থাকার সময় নেই। দেশের মানুষকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হলে সক্রিয়ভাবে আন্দোলনে থাকতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থে লাভবান না হয় বা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে— সে ব্যাপারে সজাগ থাকতে হবে।”

রাজনৈতিক সংস্কারের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিএনপি অন্তর্বর্তী সরকারেরও আগে, প্রায় আড়াই বছর আগেই রাজনৈতিক সংস্কারের প্রস্তাব দিয়েছে। তারেক রহমান বলেন, “আমরা পরিবর্তনের পক্ষে। তবে সেই পরিবর্তন হতে হবে জনগণের রায়ে প্রতিষ্ঠিত বৈধ সরকারের মাধ্যমে।”

তিনি আরও বলেন, বিএনপির লক্ষ্য স্পষ্ট— জনগণের অধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের উন্নয়ন নিশ্চিত করা। এ জন্য সময় নষ্ট করার আর কোনো সুযোগ নেই বলেও জোর দিয়ে উল্লেখ করেন তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর