[email protected] রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২

আ.লীগ ১৫ বছরে অর্থনীতিকে ফোকলা বানিয়েছে : মঈন খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫ ২:৩৬ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান অভিযোগ করেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনে বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি ফোকলা হয়ে গেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে জাতীয়তাবাদী ব্যাংক-বীমা পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, “সম্প্রতি যুক্তরাজ্যের একটি খ্যাতনামা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। এত বিপুল অর্থ দিয়ে অন্তত ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত।

শহুরে জনগণের জন্য বলছি—এই অঙ্ক বাংলাদেশের পাঁচ বছরের বাজেটের সমান। এই টাকার মালিক কারা? এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রই আমাদের চূড়ান্ত লক্ষ্য নয়। গণতন্ত্র হচ্ছে একটি প্রক্রিয়া বা মেকানিজম, যার মাধ্যমে আমরা দেশের ১৮ কোটি মানুষের জীবনমান উন্নত করতে চাই।

আমরা এমন একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ব্যাংক-বীমা পেশাজীবী পরিষদের সভাপতি এম ওয়াহিদুজ্জামান।

এতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন এবং ব্যাংক-বীমা ও আর্থিক খাতে বর্তমান সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর