বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিপ্লব তখনই সফল হয়, যখন সংগঠন থাকে।”
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাংলা একাডেমির আব্দুল করিম মিলনায়তনে মার্কসবাদী কমিউনিস্ট নেতা বদরউদ্দিন উমরের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, আজ সমাজে যে হতাশা তৈরি হয়েছে, তার অন্যতম কারণ শক্তিশালী সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন না থাকলে কখনো বিপ্লব সম্ভব নয়। যারা সমাজ পরিবর্তন করতে চান এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের স্বপ্ন দেখেন, তাদের অবশ্যই সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং জনগণের কাছে পৌঁছাতে হবে।
বিএনপি মহাসচিব আরও বলেন, “বদরুদ্দীন উমর আজীবন শ্রদ্ধার আসনে ছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তার আদর্শে অটল ছিলেন। আমরা যারা রাজনীতি করি, তার তুলনায় নিজেদের ছোট মনে হয়— কারণ তিনি কখনো আপস করেননি।”
উল্লেখ্য, মার্কসবাদী তাত্ত্বিক বদরউদ্দিন উমর গত ২৭ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শোকসভায় ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, উমরের লেখা শতাধিক গ্রন্থ গবেষণার গুরুত্বপূর্ণ সম্পদ। তিনি ব্যক্তিগত সম্পদ ভোগ না করে সমাজের জন্য বিলিয়ে দিয়েছেন। রাষ্ট্রভাষা আন্দোলনের সূচনালগ্নে তার লেখার কারণে পত্রিকা থেকে বহিষ্কৃত হলেও তিনি ‘নয়া পদধ্বনি’ প্রকাশ করেছিলেন, যা সংস্কৃতি ও মুক্তির প্রশ্নে প্রভাব ফেলেছিল।
বক্তারা বলেন, উমরের বিশ্লেষণধর্মী লেখা ছিল রাজনৈতিক ও সামাজিক ঘটনাবলির মূল্যবান দলিল। তার চলে যাওয়ায় রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো।
শোকসভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “ভালো ছাত্র রাজনীতি করে— এ ধারণা তিনি প্রতিষ্ঠা করেছেন। গণঅভ্যুত্থানকে তিনি অসাধারণভাবে অনুধাবন করতে পেরেছিলেন। তার মৃত্যুতে আমরা অনেক কিছু হারালাম।”
এসআর
মন্তব্য করুন: