ফরিদপুরের সালথায় বিএনপির কর্মী সভায় বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান।
একসময় তিনি ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন।
তবে এবার তাকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের পাশে মঞ্চে দেখা গেছে।
গত সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সালথা বাজার বাইপাস চৌরাস্তার মোড়ে উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের এক সভায় তিনি বক্তব্য দেন।
এ সময় তিনি বলেন, “আলেম-ওলামারা নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন। তখন শামা আপা তাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমি চাই তিনি আগামী নির্বাচনে দেশের সর্বোচ্চ ব্যবধানে বিজয়ী হোন।”
এলাকাবাসী জানায়, ভাওয়াল ইউনিয়নের ইউসুদিয়া গ্রামের বাসিন্দা ওহিদুজ্জামান ২০১১ সালে ইউপি চেয়ারম্যান এবং ২০১৪ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।
২০১৫ সালে ঘটা করে অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগে যোগ দেন তিনি। এমনকি ২০১৯ সালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদেও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।
স্থানীয় আওয়ামী লীগের এক নেতা বলেন, সাজেদা চৌধুরীর ঘনিষ্ঠতার কারণে ওহিদুজ্জামানের প্রভাব বেড়েছিল। তার সমর্থকদের হাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মারধরের শিকারও হয়েছিলেন।
এসআর
মন্তব্য করুন: