নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে ফিরে আসতে পারে।
তার মতে, আওয়ামী লীগের বিদ্যমান ভোটব্যাংক এ ধরনের নির্বাচনে তাদের সুবিধা এনে দেবে। তাই জামায়াতের পিআরভিত্তিক নির্বাচনের দাবি রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
মান্না বলেন, “জামায়াতে ইসলামী আন্দোলন তিন দিনের বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। দাবি তুলেছে পিআর পদ্ধতিতে নির্বাচনের। কিন্তু দেশের মানুষ এখনো প্রার্থী দেখে ভোট দিতে অভ্যস্ত। পিআরের প্রভাব সাধারণ মানুষ সহজে বুঝবে না। এমনকি অনেক দেশে এই পদ্ধতি সফল হয়নি।”
তিনি আরও বলেন, “যদি পিআর পদ্ধতি চালু হয়, আওয়ামী লীগের ভোটব্যাংক থেকেই তারা সংসদে উল্লেখযোগ্য আসন ফিরে পেতে পারে। ধরুন তাদের গড় ভোট ৩৫ শতাংশ—এটা যদি ২০ শতাংশেও নেমে আসে, তবুও তারা সংসদে শক্ত অবস্থান নিতে পারবে। অথচ আন্দোলনের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সরিয়ে দেওয়া। পিআরের মাধ্যমে তাদের ফেরার সুযোগ তৈরি হবে।”
পিআর ব্যবস্থাকে জটিল বলে মন্তব্য করে মান্না জানান, “উচ্চকক্ষ-নিম্নকক্ষ, দুই কক্ষের সংসদ—এসব নিয়ে মতভেদ আছে। বিএনপি বলছে কোনো কক্ষ দরকার নেই, আবার জামায়াত বা ইসলামী আন্দোলন বলছে উভয় কক্ষেই পিআর চাই। এগুলো নিয়ে আলোচনা, বোঝাপড়া ও জনগণকে সচেতন করার জন্য সময় দরকার।”
তার মতে, তাড়াহুড়ো করে দাবি তোলা বা কর্মসূচি ঘোষণা না দিয়ে বিষয়টি আরও ভেবে দেখা উচিত ছিল।
এসআর
মন্তব্য করুন: