[email protected] শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২

জনগণের আস্থা পুনর্গঠনের অঙ্গীকার তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:০১ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের আস্থা পুনর্গঠন করাই এখন তাঁর দলের প্রধান লক্ষ্য।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের আস্থা পুনর্গঠন করাই এখন তাঁর দলের প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি লেখেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে প্রতিটি ভোটারের আস্থা অর্জন বিএনপির অন্যতম দায়িত্ব। এজন্য তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামো মজবুত করা হচ্ছে। তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে দল সর্বস্তরের মানুষের কাছে ছুটে যাচ্ছে।

তারেক রহমান জানান, ইতোমধ্যে নানা অভিযোগে সাত হাজারের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ পদচ্যুত হয়েছেন, কেউ বহিষ্কৃত হয়েছেন। “শৃঙ্খলা দুর্বলতা নয়, বরং শক্তি”— মন্তব্য করে তিনি বলেন, বিএনপি সততার ব্যাপারে আন্তরিক এবং নিজেদের সদস্যদেরও জবাবদিহির আওতায় আনে।

তিনি আরও বলেন, তরুণরা রাজনীতিকে কেবল ক্ষমতার খেলা হিসেবে দেখতে চায় না; তারা অংশগ্রহণমূলক রাজনীতি চায়।

তাই শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনসহ ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে নীতিমালা তৈরি হয়েছে। নারী, তরুণ ও পেশাজীবীদের আরও বেশি সম্পৃক্ত করা হচ্ছে।

পোস্টে তারেক রহমান উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন এবং বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন ছিলেন। তাঁদের আদর্শ সামনে রেখে বিএনপি সততা, তরুণ নেতৃত্ব ও বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতার ভিত্তিতে রাষ্ট্র গঠনের পথে এগোচ্ছে।

তিনি বলেন, “তরুণরা চায় বাস্তব সুযোগ, জনগণ চায় স্থিতিশীলতা, আর বিশ্ব চায় বাংলাদেশকে বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে। এই প্রত্যাশা পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর