[email protected] শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২

জামায়াতসহ ৭ দলের অভিন্ন কর্মসূচি শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৪:০৩ এএম

সংগৃহীত ছবি

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে আজ (বৃহস্পতিবার) থেকে তিন দিনের কর্মসূচি শুরু করছে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল।

কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

জামায়াতের বাইরে অংশ নেওয়া দলগুলো হলো— ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাগপা। দলগুলো পৃথকভাবে হলেও অভিন্ন কর্মসূচি পালন করবে।

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু, সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।

জামায়াত জানিয়েছে, আজ বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

ইসলামী আন্দোলনও একইদিন বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিল করবে, এতে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন ও জাগপা বিকেলে ঢাকায় পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর